রাজধানী ছেড়ে অন্য শহরে ঘর পাতলেই মোটা টাকা দিচ্ছে কেন্দ্র। কত টাকা? ১০ লক্ষ ইয়েন, মানে সাড়ে ৭ হাজার মার্কিন ডলার। জাপান সরকার চাইছে আরও বেশি পরিবার ঘর পাতুক টোকিওর বাইরে।
তা, সরকারের তরফে এমন উদ্যোগ কেন হঠাৎ?
হুহু করে বাড়ছিল টোকিও শহরের জনসংখ্যা। কর্মসূত্রে জাপানের বেশিরভাগ মানুষই রাজধানীমুখী। এর ফলে অন্যান্য অঞ্চলে জনসংখ্যা কমছে।
Winter Meme: বছরের শুরুতেই শীতের বাড়বাড়ন্ত! ‘হাড় কাঁপা ঠান্ডায় মিমের জোয়ারে ভাসছে সোশ্যাল মিডিয়া
জন্মের হারও কমছে, আবার একের পর এক পরিবার টোকিও চলে যাচ্ছে, ফলে ছোট শহরগুলোয় খদ্দেরের অভাবে টোকিওর ছোট খাটো ব্যবসায়ীদের কাটছে চরম অনিশ্চয়তায়। এই ছবিটা বদলাতেই রাজধানী ছেড়ে অন্য শহরে ঘর পাতলে আর্থিক অনুদান দেওয়ার কথা ভেবেছে জাপান সরকার।
সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৩ এর মধ্যে সে দেশে ফাঁকা বেওয়ারিশ বাড়ির সংখ্যা দাঁড়াবে ১ কোটি! অন্যদিকে, টোকিওতে সম্পত্তির পরিমাণ সমানেই বাড়ছে।