অফিস চলাকালীন বারবার ধূমপানের বিরতি নিতেন ৬১ বছরের এক ব্যক্তি। এভাবেই গত ১৪ বছরে ৪,৫০০ বার ধূমপানের বিরতি নিয়েছিলেন। সেই কারণেই তাঁকে ১.৪৪ মিলিয়ন ইয়েন অর্থাৎ ১৪,৭০০ ডলার জরিমানা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ লক্ষ টাকা।
জাপানের ওসাকার প্রিফেকচারের ফিন্যান্স বিভাগের কর্মী ওই ৬১ বছর বয়সী ভদ্রলোক। জানা গিয়েছে, জাপানে ধূমপান নিষেধ। তাঁকে একাধিকবার সতর্ক করা হয়েছে। এমনকি তাঁর এই অভ্যাসের জন্য ছয় মাসের জন্য তাঁর ১০ শতাংশ বেতনও কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তাতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত জরিমানার পথে হাঁটে সংস্থা।
২০২২ সালে, জাপানের মানবসম্পদ অফিস খবর পায়, তিনজন গোপনে তামাক লুকিয়ে রেখেছেন। তাঁদেরকে সতর্ক করা হয়। বলা হয়, যদি আবার ধূমপান করতে গিয়ে ধরা পড়েন তাঁদেরকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।