পাক মাটিতে দাঁড়িয়েই পাকিস্তান সরকারকে তোপ। হাতিয়ার মুম্বই হামলা। বক্তা জাভেদ আখতার। সম্প্রতি লাহোরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই ভারতীয় বুদ্ধিজীবীর অভিযোগ, পাকিস্তানের মাটিতে আজও বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে মুম্বই হামলার চক্রীরা। অথচ উদাসীন পাক সরকার। জাভেদের এই অভিযোগে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে। ওয়াকিবহাল মহলে মতে, পাক মাটিতে দাঁড়িয়ে এই প্রথম কোনও ভারতীয় এভাবে মুম্বই হামলার প্রসঙ্গকে ফের উসকে দিলেন। এক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়ে জাভেদ আখতার জানিয়েছেন, এই ঘটনার পর ভারতীয়দের রাগ যুক্তিসংঙ্গত।
সম্প্রতি লাহোরে আয়োজন করা হয়েছিল একটি সাহিত্য অনু্ষ্ঠানের। ভারত থেকে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কবি জাভেদ আখতার। সেখানেই তিনি অভিযোগ করেন, মুম্বই হামলার ব্যাপারে সকলেই জানেন। হামলাকারীরা নরওয়ে বা মিশর থেকে আসেনি। হামলার পরিকল্পনাকারীরা এখনও এদেশেই ঘুরে বেড়ায়। ভারতীয়রা যদি এ নিয়ে মনে ক্ষোভ পুষে রাখেন, সেটা অনুভব করা উচিত।
কেন পাক মাটিতে ভারতীয় শিল্পীরা ব্রাত্য, তা নিয়েও প্রশ্ন তুলেছেন জাভেদ আখতার। মনে করিয়ে দিয়েছেন ভারতে গিয়ে অনেক পাক শিল্পী, অভিনেতা কাজ করছেন। কিন্তু পাকিস্তানের একবারও মনে হয়নি দিলীপ কুমার, লতা মঙ্গেশকরদের ডাকার কথা।