স্ত্রী জিলের (Jill Biden) সঙ্গে বাইক রাইডিংয়ে দেশের বাড়ি ডেলওয়ারে গেলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। বাইকের পিছনে ছিল প্রেসিডেন্টের নিজস্ব নিরাপত্তা বাহিনীও।
এই সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন বাইডেন। রাশিয়ার যুদ্ধঘোষণার (Russia Inventions) তাঁর ইউরোপ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে রবিবার স্ত্রী ও পরিবারের সঙ্গে একান্তে সময় কাটালেন প্রেসিডেন্ট বাইডেন। সূত্রের খবর, এই সপ্তাহে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোলান্ডে (Poland) যেতে পারেন বাইডেন। রবিবার সাংবাদিকদের এই প্রশ্ন কার্যত এড়িয়ে গেলেন তিনি। মিত্রশক্তি ও ন্যাটোর সঙ্গে কথা বলার জন্য ইউরোপ সফরে যাওয়ার কথা বাইডেনের। সেই তালিকায় পোলান্ডের নাম অনেকটাই পরে যোগ হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের শিয়ালকোটের সেনাঘাঁটিতে একাধিক বিস্ফোরণ, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
প্রথমে ব্রুসেলস ও ওয়ারস-তে গিয়ে সেখানকার রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা করবেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন। রবিবার রাতে বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন প্রেস সেক্রেটারি জেন সাকি। ইউক্রেনের এই সংকটে পোলান্ডকে মিত্রশক্তি হিসেবে অত্যন্ত প্রয়োজন আমেরিকার। পোলান্ডে অসংখ্য আমেরিকান সেনা ট্রুপ মোতায়েন করা আছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা প্রায় ২০ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছে পোলান্ড। যা অন্য কোনও দেশের থেকে অনেকটাই বেশি।
শনিবার ওয়ারস-তে পোলান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দোডাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা বাইডেনের। সোমবার ইউরোপের মিত্রশক্তিগুলির সঙ্গে যুদ্ধ নিয়ে কথা বলবেন তিনি।