রাশিয়া (Russia) এবং ইউক্রেনের (Ukraine) সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে । ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ান সেনা (Russian Army) প্রত্যাহারের কথা রাশিয়ার তরফ থেকে বলা হলেও তা কার্যকর হয়নি । এমনকী, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) দাবি, মুখে বাহিনী প্রত্যাহারের কথা বললেও রাশিয়া যে কোনও সময় ইউক্রেনের উপরে হামলা চালাতে পারে ।
শুক্রবার তিনি বলেন, ‘‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করে ফেলেছেন । আগামী কয়েকদিনের মধ্যে পরিকল্পনা বাস্তবায়িত হবে ।’’
আরও পড়ুন, Ukraine: ইউক্রেনের ৫০ কিলোমিটার দূরে বিপুল রুশ সেনা! শান্তির পক্ষে সওয়াল ভারতের
এদিকে, ইউক্রেনের ডোনেটস্কে শহরে একটি অসামরিক কনভয়ের উপর হামলা চালিয়েছে রুশ-পন্থী বিদ্রোহীরা । রাশিয়ার মদতেই এই হানা বলে দাবি আমেরিকার । সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তবর্তী ওই এলাকা থেকে নাগরিকদের সরাতে গিয়ে আক্রান্ত হয় কনভয় ।
প্রসঙ্গত, গত দু’দিন ধরে রাশিয়া দাবি করেছিল, ইউক্রেন সীমান্ত থেকে তাদের বাহিনী কিছুটা সরিয়ে নিচ্ছে তারা । কিন্তু উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, ইউক্রেন সীমান্তে এখনও ক্রমাগত সেনা পাঠিয়ে যাচ্ছে মস্কো । রুশ সেনা ইউক্রেন সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে । অন্তত ১৪টি বাহিনী সীমান্তের কাছে ঘাঁটি গেড়ে রয়েছে ।