গাজার একটি হাসপাতালে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে। ঘটনায় প্রায় ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ইজরায়েল এই ঘটনার দায় এড়িয়ে গিয়েছে। কিন্তু এই ঘটনার জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেন না আরব দেশের নেতারা।
বুধবার তেল আভিভ সফরে যাওয়ার কথা ছিল জো বাইডেনের। সেখান থেকে জর্ডনের রাজধানী আম্মামে যাওয়ার কথা ছিল তাঁর। জর্ডনের রাজা আবদুল্লা, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এবং প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা ছিল। কিন্তু গাজার হাসপাতালে হামলা চালানোর যে অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে তারপর পশ্চিম এশিয়ার দেশগুলি আর বৈঠক করতে রাজি নয় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। এবিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন জর্ডনের বিদেশ মন্ত্রী আয়মান সাফাদি। তিনি জানিয়েছেন, ওই বৈঠক বাতিল করা হয়েছে।
Read More- ফুটবল ম্যাচের মাঝেই বন্দুকবাজের হানায় ব্রাসেলসে ২ জনের মৃত্যু
গাজার একটি হাসপাতালে হামলা চালানো অভিযোগ ওঠে ইজরায়েলে বিরুদ্ধে। আকাশ পথে ওই হামলা চালানো হয়েছে। বুধবার আমেরিকার প্রসিডেন্ট জো বাইডেনের সফর রয়েছে ইজরায়েলে। তার আগেই এই হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, ওই হামলায় অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ওই হাসপাতালটি হামাস দ্বারা পরিচালিত হত। যুদ্ধে আহতদের চিকিৎসা চলছিল সেখানে।