কানাডায় খালিস্তানিপন্থী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের হাত আছে। একথা ফের দাবি করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার কানাডার রাজধানী অটোয়ায় সাংবাদিক বৈঠক করেন তিনি। তিনি বলেন, "ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে খালিস্থানিপন্থী জঙ্গির হত্যায় ভারতীয় এজেন্টরা জড়িত। কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লিকে জানিয়েছে কানাডা।" ট্রুডোর নতুন এই মন্তব্যে দুই দেশের সম্পর্কে নতুন করে প্রভাব পড়বে।
এদিকে শুক্রবারই সাংবাদিক বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। তিনি সাংবাদিকদের জানান, কানাডার প্রধানমন্ত্রী ভারত সরকারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা কতটা সত্য তা যাচাই করে দেখা হবে। তদন্ত করে দেখা হবে, এই অভিযোগের ভিত্তি কতটা। এর আগে হোয়াইট হাউজ এই মন্তব্য নিয়ে বিবৃতি দিয়েছে।
আরও পড়ুন: কানাডার নাগরিকদের ভিসা বন্ধের সিদ্ধান্ত, সুখা খুনে দায় নিল লরেন্স গোষ্ঠী