কাবুলে মসজিদে (Kabul Mosque Blast) প্রার্থনার সময় বিরাট বিস্ফোরণ। নিহত কমপক্ষে ২০ জন। হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে ওই মসজিদের ইমামও আছেন।
স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, যে আশপাশের জানলা কেঁপে ওঠে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আফগান নিরাপত্তা সূত্র আল জাজিরা-কে জানিয়েছে, উত্তর কাবুলের মসজিদের বিস্ফোরণে ২০ জন প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী সংগঠন।
আরও পড়ুন: বারাসতের শাসন থেকে গ্রেফতার ২ আল কায়দা জঙ্গি, মিলেছে একাধিক নথি
প্রত্যক্ষদর্শীদের মতে, এটি একটি আত্মঘাতী হামলা (Suicide Attack) ছিল। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে পাঁচ জন শিশুও আছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।