দোকানে, শপিং মলে ঝুলছে বাহারি-রঙ্গিন পোশাক, কারুকাজ করা। কাঁচের ডিসপ্লে থেকে দেখা যাচ্ছে জমকালো সাজের ম্যানিকুইনদের, কিন্তু সকলেরই মাথা মুড়ে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফয়েলে বা কাপড়ে। আফগানিস্থানের রাজধানী শহর কাবুলে এখন এটাই চেনা দৃশ্য, দেখতে দেখতে চোখ সয়ে যাচ্ছে সকলের। আপত্তি থাকলেও তালিবানি নিয়ম অগ্রাহ্য করার উপায় নেই।
তালিবানরা ক্ষমতায় আসার পর থেকেই সে দেশে ধাপে ধাপে ছাঁটা হয়েছে মহিলাদের সব স্বাধীনতা। মেয়েদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করার পাশাপাশি কাজের ক্ষেত্রেও তদের স্বাধীনতা খর্ব করে দেওয়া হয়। মেয়েদের আদলে তৈরি কাপড়ের দোকানের বিপণনী স্ট্যাচুতেও ফতোয়া জারি করল তালিবান। সমস্ত ম্যানিকুইনের মাথা কেটে নেওয়ার নিদান দিয়েছিল তালিবান সরকার। তবে পরে নিয়ম কিছুটা ‘শিথিল’ করা হয়। মাথা না কেটে সেগুলি অ্যালুমিনিয়াম ফয়েল বা কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে দিতে বলা হয়।
মেয়েদের উন্মুক্ত ভাবে ঘুরে বেরানোয় নাকি ইসলামের পরিপন্থী, তাই এই নতুন ফতোয়া। কিন্তু নয়া ফতোয়ায় বিপাকে পোশাক বিক্রেতারা। ম্যানিকুইনের মাথা ঢাকার পর থেকে কমেছে ব্যবসা। পোশাক কিনতে এসে ফয়েলে মোড়া ম্যানিকুইনের মাথা দেখে কিনতে চাইছেন না অনেকেই। কিন্তু সরকার বলেছে, নিরুপায় হয়ে ব্যবসার সঙ্গেই আপোষ করতে হচ্ছে আফগান বিক্রেতাদের।