ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের যুবরানী কেট মিডলটন৷ শুক্রবার একটি ভিডিও বার্ডার মাধ্যমে নিজেই এই খবর জানিয়েছেন তিনি। গত জানুয়ারি মাসে কেটের তলপেটে অস্ত্রোপচার হয়। তারপর বিভিন্ন ধরনের পরীক্ষানিরীক্ষার মাধ্যমে জানা যায় যে তিনি ক্যানসারে আক্রান্ত।
কেট জানিয়েছেন, চিকিৎসকেরা তাঁকে কেমোথেরাপির পরামর্শ দিয়েছেন। সেই চিকিৎসা প্রাথমিক পর্যায়ে রয়েছে। গোটা পৃথিবীর ক্যানসার রোগীদের প্রতি যুবরানীর বার্তা, "আপনারা একা নন৷ কখনও হাল ছাড়বেন না।"
ব্রিটেনের যুবরানী ভিডিও বার্তায় আরও বলেছেন, অস্ত্রোপচারের পর সুস্থ হতে উঠতে বেশ খানিকটা সময় লেগেছে তাঁর। আপাতত তিনি পরিবারকেই সময় দিতে চান৷ কেট বলেছেন, "আমি এবং উইলিয়াম বিষয়টিকে যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করেছি। জর্জ, শার্লট এবং লুইকে সবটুকু ব্যাখ্যা করতে এবং আমি যে ঠিক আছি তা বোঝাতে আমাদের বেশ খানিকটা সময় লেগেছে।"