ইজরায়েলের লাগাতার প্রতিআক্রমণের জেরে কার্যত নরককুণ্ডে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা। হাসপাতালগুলির অবস্থা শোচনীয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কোনও রকম অ্যানাস্থেসিয়া ছাড়াই শিশুদের ব্রেন সার্জারি বা অ্যাম্পুটেশন করতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। শিশুদের ক্ষত পরিস্কার করার জন্য প্রয়োজনীয় পরিশুদ্ধ জলও নেই হাসপাতালে
হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়ছে৷ বিদ্যুৎ প্রায় নেই। কার্যত শিকেয় উঠেছে চিকিৎসা পরিষেবা। মধ্য গাজার দেয়ার-আল-বালাল শহরের আল আকসা হাসপাতালের ডেপুটি হেড বাসেন আল নাজ্জার বলেছেন, তাঁদের গোটা টিম শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত। চিকিৎসকদের অনেকেই দিনের পর দিন ছুটি পাচ্ছেন না৷ গোটা সপ্তাহটাই থাকছেন হাসপাতালে। তাঁদের অনেক পরিবারের সদস্যই আহত বা মৃত অবস্থায় এসে পৌঁছচ্ছেন হাসপাতালে। কিছু চিকিৎসক বাড়ি যাওয়ার পর সেখানে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন। সেই মৃতদেহ ফেরত এসেছে হাসপাতালে। তিনি আরও জানিয়েছেন, হাসপাতালের তিনজন চিকিৎসাকর্মী বাড়ি যাওয়ার পর ইজরায়েলের বোমায় প্রাণ হারিয়েছেন।
গত চার সপ্তাহ ধরে গাজার অধিকাংশ এলাকা বিদ্যুতহীন৷ ফুয়েল সরবরাহ আটকে রেখেছে ইজরায়েল। গাজায় ত্রাণ পৌঁছনোর ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ।