ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা জঙ্গি নেতা আবদুল সালাম ভুট্টাভি নিহত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। সে লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ডেপুটি ছিল।
কীভাবে মৃত্যু?
লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ছিল আবদুল সালাম ভুট্টাভি। রাষ্ট্রপুঞ্জের তরফে প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৩ সালের মে মাসে তার মৃত্যু হয়েছে। তবে কোনও গুলির সংঘর্ষ হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার।
রাষ্ট্রপুঞ্জের বিবৃতি
ওই বিবৃতি অনুযায়ী ২০২৩ সালের ২৯ মে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুরিদকেতে মৃত্যু হয়েছে তার। তখন পাকিস্তান সরকারের হেফাজতে ছিল সে। তখনই হৃদরোগে আক্রান্ত হয়।
Read More- ইজি মাই ট্রিপ-কে বিমান চালু করার আর্জি, ক্ষমাও চাইলেন মলদ্বীপের ট্যুর অপারেটররা
মুম্বই হামলা
২০০৮ সালে মুম্বইয়ে হামলা করে লস্কর ই তৈবা। যার মাস্টারমাইন্ড ছিল হাফিজ সইদ। কিন্তু কোনও কারণে হাফিজ সইদ অনুপস্থিত থাকলে পুরো দায়িত্বভার থাকত আবদুল সালামের উপর।