Rakesh Jhunjhunwala Passes Away : শিল্পপতি ও অন্যতম ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়াল জীবনাবসান। বয়স হয়েছিল ৬২ বছর। রবিবার সকালে তিনি মারা যান। প্রথম অসুস্থ রাকেশকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে গোষণা করেন। তাঁর একাধিক শারীরিক সমস্যা ছিল বলে জানা গিয়েছে।
ভারতীয় শেয়ার বাজারে তিনি পরিচিত ছিলেন 'দ্য বিগ বুল' নামে। তাঁকে এ দেশের ওয়ারেন বাফে বলে ডাকা হত। বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজার ছিল রাকেশের হাতের তালুর মতো চেনা। এ যাবৎ শেয়ার বাজারে তিনি যত বিনিয়োগ করেছিলেন, তা ছিল অব্য়র্থ।
Rakesh Jhunjhunwala Obit : নিজের বিমান সংস্থার মতোই উত্থান, পাঁচ হাজার টাকা বিনিয়োগে ধনকুবের রাকেশ
যার সবচেয়ে বড় উদারণ, অতি সাম্প্রতিক তাঁর পৃষ্ঠপোশকায় ওড়া আকাশা এয়ারলাইন্স বিমান। এমনকী, কয়েক দিন আগে তিনি একটি জুতো সংস্থার শেয়ার কিনেছিলেন, সেটিও কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছে যায়। এক দিনে তিনি লাভ করেন ২২১ কোটি টাকা।
রাকেশের মৃত্যুতে গভীর শোক দেশের অর্থনীতি মহলে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।