একে ওমিক্রন (Omicron) আতঙ্ক গ্রাস করেছে সারা দুনিয়াকে। ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে সারা পৃথিবীতে বাতিল (Flight Cancel) হয়েছে সাড়ে ১১ হাজার বিমান। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে আগামী জানুয়ারিতে নতুন রেকর্ড ছোঁয়া শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন, করোনা-যুদ্ধে দুটি ভ্যাকসিন ও একটি অ্যান্টি-ভাইরাল ড্রাগকে ছাড়পত্র কেন্দ্রের
সমস্ত দেশেই টিকাকরণে জোড় দিচ্ছে সরকার। এসবের মধ্যে আতঙ্ক বাড়িয়েছে করোনা নয়া প্রজাতি ওমিক্রন। ইওরোপ সহ পৃথিবীর নানা দেশ নতুন করে লকডাউনের পথে হাঁটছে। ফেব্রুয়ারিতে উইন্টার অলিম্পিকের (Winter Olympic) কথা মাথায় রেখে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নানা বিধি নিষেধ জারি করেছে চিন। জিয়ান প্রদেশের ১.৩ কোটি মানুষ এখন থেকেই ঘরবন্দি।