মাইক্রোব্লগিং সাইট টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন এলন মাস্ক। মহিলা সিইও পেল টুইটার। নতুন দায়িত্বে লিন্ডা ইয়াক্কারিনোর নাম ঘোষণা করলেন এলন মাস্ক।
এই সম্ভাবনার কথা ওয়াল স্ট্রিট জার্নালসুত্রে জানা গিয়েছিল আগেই। গত বছর ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নেওয়ার পর থেকেই নানা বিতর্কিত পদক্ষেপ করেছিলেন মাস্ক।
টুইট করে মাস্ক জানিয়েছেন, নতুন সিইও লিন্ডা প্রাথমিক ভাবে সংস্থার ব্যাবসায়িক দিক সামলাবেন, মাস্ক নিজে থাকছেন টুইটারের প্রযুক্তিগত সমস্তকিছু দেখভালের দায়িত্বে। NBCUniversal-এর গ্লোবাল অ্যাডভার্টাইজিং চিফের পদ থেকে লিন্ডা পদত্যাগ করলেন শুক্রবারই।