ফের রাজনৈতিক সঙ্কটে ব্রিটেন। বৃহস্পতিবার আচমকাই পদত্য়াগ করলেন প্রধানমন্ত্রী লিজ ট্রস। মাত্র ছয় সপ্তাহ আগেই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। আর তার মধ্যেই তাঁর অর্থনৈতিক সিদ্ধান্ত প্রবল সমালোচনার মুখে পড়েছিল। সেই সমালোচনা থেকে কার্যত বাঁচতেই এদিন বিকেলে পদত্যাগ করেন তিনি। এই ইস্য়ুতে লিজের দল কনজার্ভেটিভ পার্টিতে বেশ কোণঠাসা হন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী।
তবে পদত্যাগ করলেও, আপাতত কার্যনির্বাহী প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি সামলে যাবেন। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে দাঁড়িয়ে ট্রস জানান, আগামী সপ্তাহে ফের নির্বাচন হবে, ততদিন দিন কাজ চালিয়ে যাবেন। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেই পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য নির্বাচন করা হবে বলেও তিনি জানান।
ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে লিজ ট্রস এখনও পর্যন্ত থেকে গেলে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী হিসাবে। মাত্র ৪৫ দিনের মাথায় তিনি পদত্যাগ করলেন। এদিন প্রধানমন্ত্রীর ইস্তাফার আগেই পদত্যাগ করেন তাঁর সহকর্মী ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। নতুন প্রধানমন্ত্রীর সরকার চালানোর ব্যর্থতা নিয়ে পরপর আক্রমণের মুখেই পদত্যাগ করেন সুয়েলা। তার পরেই ইস্তফা দেন লিজও।