গত দুদিনে মাত্র তিনজনের শরীরে ধরা পড়েছে কোভিডের(Covid) সংক্রমণ । তাও আবার তিনজনেই উপসর্গহীন(Asymptomatic) । আর তাতেই গোটা শহরে সোমবার লকডাউন(Lockdown) জারি করল চিন(China) ।
সেন্ট্রাল চিনের(Central China) হেনান(Henan) প্রদেশের একটি ছোট শহর হল ইউঝৌ(Yuzhou) । এখানে প্রায় ১১ লাখ ৭০ হাজার মানুষের বসবাস । এই ছোট শহরেই গত দুদিনে কোভিডে আক্রান্ত হন তিনজন । এরপরেই প্রশাসনের তরফে সেখানে লকডাউন জারি করা হয় । সোমবার চিনা প্রশাসন ঘোষণা করেছে, শহরের প্রত্যেক বাসিন্দাকে বাড়িতেই থাকতে হবে । কেউ বাড়ি থেকে বেরোতে পারবেন না ।
সম্পূর্ণ লকডাউনের আগেই ইউঝৌ শহরে বাস, ট্যাক্সি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে প্রশাসন । শুধু তাই নয়, শপিং মল, মিউজিয়াম, পর্যটন কেন্দ্রগুলিও বন্ধ করে দেওয়া হয় ।
চিনের শিয়ান শহরেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । ১ কোটি ৩০ লাখ মানুষের শহরে ইতিমধ্যেই লকডাউন জারি করা হয়েছে । এবার সেই পথেই হাঁটল ইয়াঝৌ শহরও ।
আরও পড়ুন, Covid 19 India: দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৮৯২, গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু ১২৪ জনের
প্রথম থেকে করোনাভাইরাস প্রতিরোধে 'জিরো কোভিড' নীতিতে চলছে চিন । দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে । সীমান্তেও কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে ।