মার্কিন মুলুকে ( California) চিনা নববর্ষে বন্দুকবাজের হামলার ঘটনার প্রধান অভিযুক্ত আত্মঘাতী। লস অ্যাঞ্জেলস (Los Angeles) পুলিশ জানিয়েছে, এলোপাথাড়ি গুলি চালিয়ে পালানোর সময় অভিযুক্তকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়।
এরপরেই নিজেকে গুলি করে অভিযুক্ত। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। ঘাতক বন্দুকবাজের নাম হু ক্যান ট্র্যান। বয়স ৭২ বছর।
২১ জানিয়ারি, শনিবার স্থানীয় সময় রাত ১০টায় ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরে চিনা নববর্ষের অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। চলে এলোপাথাড়ি গুলি। ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অনেকে।
আরও পড়ুন- অবসরের বয়স ২ বছর বাড়ানোর পরিকল্পনা, প্রতিবাদে স্তব্ধ হয়ে গেল ফ্রান্স