পাহাড় আছে, এমন শহরে থাকার মজাই আলাদা, ঘুম ভাংলে জানলা দিয়ে পাহাড়, আবার দিন শেষে সূর্যাস্তের সময় পাহাড়, মন খারাপে পাহাড়, মন ভালোতেও পাহাড় দেখা যায়। সেই পাহাড়ের সামান্য ভিউ আটকেছিল, শহরের বাসিন্দাদের অভিযোগের চোটে ভেঙ্গেই ফেলতে হচ্ছে নতুন এক বিলাসবহুল আবাসন।
না আমাদের দেশে নয়, বলছি জাপানের কথা। সে দেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম মাউন্ট ফুজিয়ামা, আসলে একটি আগ্নেয়গিরিও বটে। ছবির মতো সুন্দর সেই মাউন্ট ফুজিকে আলাদা করে চেনা যায় মাথার ওপরের ওই বরফের অংশের জন্য।
সেই মাউন্ট ফুজিকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় কুনিতাচি এলাকা থেকে। এলাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী সেই মাউন্ট ফুজির ভিউ। এখানেই সম্প্রতি একটি ১১ তলা আবাসন কমপ্লেক্স নির্মিত হয়েছে। ফ্ল্যাটের চাবি দিয়ে দেওয়া হয়েছে ক্রেতাদের। ১ মাসের মধ্যেই সকলে চলে আসবেন, সেরকম ঠিকঠাক।
এরকম সময়ে কুনিতাচির বাসিন্দারা অভিযোগ জানান ওই উঁচু আবাসনের জন্য ভাল করে মাউন্ট ফুজিকে দেখা যাচ্ছে না। অবৈধ নির্মান না হওয়া সত্ত্বেও বাসিন্দাদের অভিযোগকে মান্যতা দিয়ে ওই বাড়ি ভেঙে ফেলতে চলেছে খোদ নির্মাণ সংস্থাই। ক্রেতাদের সকলকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে সংস্থা।