দীর্ঘদিন ধরেই চলছে ইজরায়েল এবং হামাস গোষ্ঠীর মধ্যে যুদ্ধ। এই পরিস্থিতিতে একটি সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে ইজরায়েলি ইন্সটিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ। ওই রিপোর্টে জানা গিয়েছে, অধিকাংশ ইজরায়েলি জিউস মনে করছেন ফিলিস্তিন মহিলাদের উপর অত্যাচার করার অভিযোগ উঠেছে যে সব ইজরায়েলি সেনার বিরুদ্ধে তাঁদের শাস্তি পাওয়া উচিত নয়।
কী ঘটেছিল?
গত বছরের অক্টোবর মাস থেকে ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলছে। তারপর প্রচুর ফিলিস্তিন মহিলাকে আটক করেছে ইজরায়ের সশস্ত্র বাহিনী। অভিযোগ তারপর তাঁদের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে।
জুলাই মাসে এক ফিলিস্তিন মহিলাকে যৌন নির্যাতন এবং গণধর্ষণের অভিযোগে নয়জন ইজরায়েল সশস্ত্র বাহিনীর জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাঁদের কড়া শাস্তি হোক এমটা চাইছেন না ইহুদিরা।
সোমবার INSS এর তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, ৬৫ শতাংশ ইহুদিরা চাইছেন, যে নয়জনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে পাঁচ জনকে সেনাবাহিনীর তরফে শুধুমাত্র শাস্তি দেওয়া হয়। তবে তাঁদের বিরুদ্ধে যেন কোনও ক্রিমিন্যাল চার্জ অর্থাৎ ফৌজদারি অভিযোগ না দায়ের করা হয়। এমনকি মাত্র ২১ শতাংশ আইনজীবী ওই পাঁচ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার পক্ষে মত দিয়েছেন।