ভারতীয় বিমান ব্যবহারে নিষেধাজ্ঞা। মলদ্বীপে প্রাণ গেল ১৪ বছরের এক কিশোরের। জানা গিয়েছে, মলদ্বীপের ভিলিঙ্গিলি দ্বীপের বাসিন্দা ওই কিশোরের ব্রেন টিউমার ধরা পড়ে। শনিবার তার স্ট্রোক হয়। জরুরি ভিত্তিতে অসুস্থ ওই কিশোরকে রাজধানী মালেতে নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা।
অভিযোগ, কিশোরের পরিবার অসুস্থ কিশোরকে স্থানান্তর করার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের আবেদন জানায়। ভারতের দেওয়া একটি বিমানে ওই কিশোরকে রাজধানী পর্যন্ত নিয়ে যাওয়ার কথা থাকলেও প্রেসিডেন্টের সায় মেলেনি। বিকল্প ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন - অযোধ্যায় নয় বিশ্বের সবচেয়ে উঁচু রামমন্দির তৈরি হতে চলেছে অস্ট্রেলিয়ায়
শেষ পর্যন্ত অসুস্থ কিশোরকে রাজধানী মালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের অভিযোগ, সংশ্লিষ্ট বিভাগে আবেদন জানানোর ১৬ ঘন্টা পর রাজধানীতে পৌঁছয় ওই কিশোর। তখন অনেক দেরি হয়ে যাওয়ায় মৃত্যু হয় তার।