মলদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ বিতর্ক চলছে গত কয়েকদিন ধরেই । প্রধানমন্ত্রীকে অপমানের প্রতিবাদে সরব দেশবাসী । বয়কট মলদ্বীপের ডাক সর্বত্র । এমনকী, ইজি মাই ট্রিপের তরফে মলদ্বীপ যাওয়ার সব বিমানের বুকিং করে দেওয়া হয় । তবে, এবার পুনরায় বিমান চালুর আর্জি জানিয়ে ইজি মাই ট্রিপ-কে চিঠি দিল মলদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটর্স । একইসঙ্গে ক্ষমাও চেয়েছেন তাঁরা ।
মঙ্গলবার মলদ্বীপ ট্যুর অপারেটরের তরফে একটি চিঠি পাঠানো হয় ইজি মাই ট্রিপের সিইও নিশান্ত পিত্তি-র কাছে । সেখানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয়দের বিরুদ্ধে করা "আফশোসজনক মন্তব্যের" জন্য 'আন্তরিক ক্ষমা' চেয়ে নিয়েছেন । সেই সঙ্গে এই মন্তব্যের সঙ্গে সাধারণ মলদ্বীপবাসীর মনোভাবের প্রতিফলন নেই বলেও উল্লেখ করা হয়েছে। চিঠিতে আরও লেখা হয়েছে, MATATO ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক । যে কোনও ভুলবোঝাবুঝি দূর করতে ও মলদ্বীপগামী ইজি মাই ট্রিপের ফ্লাইট ফের চালু করার জন্য সাহায্য ও সমর্থন কামনা করেছেন তাঁরা ।
তাঁরা আরও জানিয়েছেন, মলদ্বীপের দুই তৃতীয়াংশ জিডিপি এই পর্যটনের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে ৪৪,০০০ মলদ্বীপবাসী সরাসরি এই পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। পর্যটনের উপর সামান্য প্রতিকূলতা প্রভাব ফেলতে পারে আমাদের অর্থনীতিতে ।