চুলোচুলি থেকে হাতাহাতি। না কোনও মল্লযুদ্ধের আখড়া নয়। নেট মাধ্যমে ভাইরাল হল মালদ্বীপ সংসদের এই ছবি। যেখানে দেখা গেল অধ্যক্ষের কানের কাছে গিয়ে ভেপু বাজাচ্ছেন সাংসদ। এই ঘটনার জন্য অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর ক্ষমতাসীন জোটের সাংসদের বিরুদ্ধেই। যার জেরে অ্যাম্বুল্যান্সে করে সংসদ ছাড়তে হল, সেই দেশের বেশ কয়েকজন সাংসদকে।
গত কয়েকদিন ধরেই উত্তপ্ত মালদ্বীপের সাংসদ। বিশেষ করে ভারত বিরোধিতাকে কেন্দ্র করে রোজই বিবাদ তৈরি হচ্ছে সরকার বনাম বিরোধীদের। রবিবার, তা চরমরূপ নেয়। এক গুরুত্বপূর্ণ কাজ চলার মাঝেই সরকার ও বিরোধী দলের সাংসদরা চরম বিবাদে জড়িয়ে পড়েন।
এদিন, মুইজ্জুর মন্ত্রিসভার ২২টি নামের মধ্যে, ১৮ জনকে অনুমোদন দেয় সংসদ। আপত্তি ওঠে চারজনের নাম নিয়ে। এরপরই সংসদ অচল করে দেয় ক্ষমতাসীন পিপিএম-পিএনসি জোটের সংসদরা এবং এমডিপি সাংসদদের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে জড়ান তাঁরা।