৬ জন সন্তানের সামনে স্ত্রীকে খুন করে বিরাট কড়াইয়ে সিদ্ধ করল এক ব্যক্তি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। ঘটনার পরই পলাতক ওই ব্যক্তি। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রান্নাঘরে একটি বড় কড়াইয়ের মধ্যে উদ্ধার করা হয়েছে মৃত মহিলার দেহ।
পাকিস্তানের জিও নিউজের রিপোর্ট অনুযায়ী, সিন্ধ প্রদেশের গুলশন-ই-ইকবাল এলাকার একটি বেসরকারি স্কুলের রান্নাঘরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম নার্গিস। তাঁর স্বামী আশিক ওই স্কুলে ওয়াচম্যানের কাজ করত। স্কুলেরই সার্ভেন্ট কোয়ার্টারে স্ত্রী নার্গিসকে নিয়ে থাকত আশিক। গত ৮-৯ মাস ধরে ওই স্কুল বন্ধ ছিল। পুলিশ জানিয়েছে, আশিকের মেয়েই মাকে খুন করার কথা পুলিশকে ফোন করে জানায়। ঘটনার পর তিন সন্তাকে নিয়ে পলাতক আশিক।
জেলার শীর্ষ পুলিশ কর্তা আবদুর রহিম শেরাজি জিও নিউজকে জানিয়েছেন, বাকি তিন বাচ্চাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি জানান, বাচ্চাদের মনে গভীর প্রভাব পড়েছে, তারা আতঙ্কে আছে। জিন্না পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে তাদের।
আরও পড়ুন: নিজের সন্তান নয়, তাই স্কুলেই শিশুকে ফেলে পালাল চিনের এক নাগরিক
কী কারণে এই ভয়ঙ্কর উপায়ে স্ত্রীকে খুন, তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করছে। পুলিশের প্রাথমিক অনুমান, বালিশ চাপা দিয়ে প্রথমে স্ত্রীকে খুন করে ওই ব্যক্তি। তারপর সন্তানদের সামনেই নার্গিসকে কড়াইয়ে সিদ্ধ করে সে।