পুরুষাঙ্গ 'দৃঢ় ও শক্তিশালী' করার লক্ষ্যে নানাবিধ উপায় অবলম্বন করে দুনিয়ার বহু পুরুষ। তা নিয়ে বাজারেও সুলভ বহু ওষুধ ইত্যাদি। কিন্তু, তাই বলে পুরুষাঙ্গে লোহার আংটা পরিয়ে রাখা? তাও একদিন, দু'দিনের জন্য নয়, টানা চারমাসের জন্য? হ্যাঁ! এমনটাই ঘটেছে তাইল্যান্ডে। যৌনাঙ্গ থেকে লোহার আংটা কেটে বের করার জন্য ডাকতে হল দমকলও!
অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি জানিয়েছেন পুরুষাঙ্গে লোহার আংটা পরিয়ে রাখার কারণও। তিনি জানান, তাঁর মনে হয়েছিল, পুরুষাঙ্গে রক্ত চলাচল কম হলে তা অনেক বেশি বড় ও স্ফীত হয়ে উঠবে। শুধু তাই নয়, চিকিৎসকদের চোখ কপালে তুলে ওই ব্যক্তি আরও জানিয়েছেন, গত চার বছর ধরেই এই কাজ করে আসছেন তিনি। এমন সমস্যা হল এই প্রথম। সমস্যা এতটাই বেড়ে যায় যে, চিকিৎসকরা দমকলকর্মীর সাহায্যে ওয়েল্ডিং কাটার ও পাওয়ার টুল ব্যবহার করে যৌনাঙ্গ থেকে কেটে বের করেন ওই আংটাটি।
উল্লেখ্য, গত মাসেই ইন্দোনেশিয়াতে এমন একটি ঘটনা ঘটেছিল। ইলেকট্রিক গ্রিন্ডার ব্যবহার করে লোহার আংটা কেটে বের করতে হয়েছিল এক ব্যক্তির যৌনাঙ্গ থেকে।