কোভিড মোকাবিলায় অন্যতম সুরক্ষার নাম ভ্যাকসিন (Covid Vaccine) । প্রত্যেকের ডবল ডোজ ভ্যাকসিন নেওয়াটা প্রয়োজন । এখন তো দেওয়া হচ্ছে বুস্টার ডোজও । কিন্তু, কেউ যদি দুবারের বদলে ৯০ বার টিকা নেয়, তাহলে ? বাস্তবে এমনই ঘটেছে । কারণ জানলে তো আরও অবাক হবেন ।
জার্মানির (Germany Man takes 90 covid vaccine jab) স্যাক্সনি-আনহাল্টের ম্যাগডেবার্গের বাসিন্দা ওই ব্যক্তি । বয়স ৬০ বছর । এখনও পর্যন্ত নিজের শরীরের প্রায় ৯০ বার কোভিড ভ্যাকসিন নিয়েছেন । এর পিছনে কারণ হল জাল সার্টিফিকেট বিক্রি করা । আরও একটু পরিষ্কার করে বললে বলতে হয়, যাঁরা টিকা নিতে চাইতেন না, তাঁদের টাকার বিনিময়ে ভ্যাকসিন সার্টিফিকেট বিক্রি করতেন । উল্লেখ্য, ভ্যাকসিন নেওয়ার জন্য কয়েকদিন থেকেই কড়া ব্যবস্থা নিয়েছে জার্মান সরকার । কিন্তু অনেকেই ভ্যাকসিন নেওয়ার ঘোর বিরোধী । সেক্ষেত্রে, তাঁরাই এইধরনের জাল ভ্যাকসিন সার্টিফিকেট কিনছিলেন ওই ব্যক্তির কাছ থেকে ।
সম্প্রতি, আইলেনবার্গের একটি ভ্যাকসিন সেন্টারে টিকার দ্বিতীয় ডোজ নিতে গিয়ে ধরা পড়েন ওই ব্যক্তি । তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জার্মান প্রশাসন । তবে, এখনও পর্যন্ত ওই ব্যক্তিকে আটক করা হয়নি ।
আরও পড়ুন, Srilanka Crisis: শ্রীলঙ্কায় বেনজির সংকট! প্রধানমন্ত্রী ছাড়া ইস্তফা দিলেন মন্ত্রিসভার ২৬ জন সদস্য
কিন্তু, এখন প্রশ্ন উঠছে ৯০ বার ভ্যাকসিন নেওয়ার পরেও কীভাবে সুস্থ রয়েছেন ওই ব্যক্তি ? তাঁর শারীরিক কোনও সমস্যা তৈরি হয়েছে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভারতের বিহারের ৮৪ বছরের এক ব্যক্তির ১১ বার কোভিডের টিকা নেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল । অন্যান্য দেশেও একাধিকবার টিকা নেওয়ার ঘটনা ঘটেছে । কিন্তু, তা বলে ৯০ বার টিকা ! এমন ঘটনা এই প্রথম । ঘটনা নিয়ে তুমুল চর্চা চলছে নেটদুনিয়ায় ।