গণপ্রহারে মৃত ইমরানের আততায়ী। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে গুলি করার পরেই তাকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। এরপরই তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে মারধর শুরু করেন ইমরান খানের সমর্থকরা। অভিযুক্তকে কিল-চড়-ঘুষিও মারতে থাকে উন্মত্ত জনতা। মারের আঘাতে একসময় সেখানেই লুটিয়ে পড়েন ওই আততায়ী।
পুলিশ সূত্রে খবর, ইমরান এবং বাকি রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে মোট ছ’রাউন্ড গুলি চালান ওই আততায়ী। ওই যুবক একাই ওই হামলা চালিয়েছিল বলেও খবর। তবে অভিযুক্তকে আর কেউ বা কারা সাহায্য করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন- Imran Khan Shot: গুলিবিদ্ধ ইমরান খান, জনসভায় আততায়ীর হামলা, গ্রেফতার অভিযুক্ত
অন্যদিকে, ভাইরাল হয়ে গিয়েছে ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগের মুহূর্তের ভিডিয়ো। তাতে দেখা যায়, ইমরানের ডান পায়ে সম্ভবত ব্যান্ডেজ বাঁধা। আবার ভিতরে ঢোকার ঠিক আগের মুহূর্তে গাড়ির গেটে দেখা যাচ্ছে ইমরানের হাতটিও। তাতে একটি রুমাল। সেই রুমালের রং গাঢ় লাল। রক্ত কি না তা অবশ্য বোঝা যায়নি। সূত্রের খবর, ওই গাড়িতেই ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইমরানকে।