ফের বন্ধুকবাজের তাণ্ডব ক্যালিফোর্নিয়ায়(US Mass Shootout)। সোমবারের হামলায় অন্তত ৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিন আমেরিকার আইওয়া প্রদেশের ডেস মোইনেস শহরের একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে আচমকাই হামলা চালায় বন্দুকবাজের একটি দল। এলোপাথাড়ি গুলিবর্ষণে(Half Moon Bay Shootout) জখম হন দুই ছাত্র-সহ তিন জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে দুই ছাত্রের মৃত্যু হয়। গুরুতর জখম এক শিক্ষক এখনও চিকিৎসাধীন রয়েছেন বলেই খবর।
অন্যদিকে, উত্তর ক্যালিফোর্নিয়ার(California Shootout) হাফ মুন বে শহরে পৃথক দুটি হামলায় মারা যান মোট ৭ জন। আহত আরও অনেকের জখম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই এই হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ(US Police)।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার পর স্কুল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। এরপরই ওই দুষ্কৃতীদের খোঁজে নামে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে একটি গাড়িকে আটক করা হয়। সেখান থেকে ৩ সন্দেহভাজনকে গ্রেফতার(US Mass Shootout) করা হয় বলেই খবর। হামলার নেপথ্যে তাঁদের যোগ থাকতে পারে বলে অনুমান মার্কিন পুলিশের(US Police)।
আরও পড়ুন- JNU: 'শান্তি বিঘ্নিত হবে', ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ তথ্যচিত্রের প্রদর্শনে নিষেধাজ্ঞা JNU-তে
উল্লেখ্য, শনিবার রাতে মন্টেরে পার্কে(US Mass Shootout) চিনা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হামলা চালান এক ৭২ বছর বয়সী বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। এরপর তিনি নিজেও আত্মঘাতী হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলা মার্কিন মুলুকে।