নিউ জিল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প। বৃহস্পতিবার সকালে নিউ জিল্যান্ডের কার্মাডেক দ্বীপপুঞ্জ এলাকায় কম্পন অনুভূত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুযায়ী রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জানা যাচ্ছে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।