সোমবার ভোরবেলার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক(Turkey Earthquake)। সপ্তাহের প্রথমদিনের কম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্ক। সেখানকার নুরদাগি শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার পূর্বে অনুভূত হয় এই কম্পন। রিখটার স্কেলে যার মাত্রা ছিল প্রায় ৭.৮। এর কিছুক্ষণের মধ্যেই মধ্য তুরস্কে আরও একটি কম্পন অনুভূত হয় বলেই খবর। কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলেই খবর। এছাড়া প্রচুর ঘরবাড়ি ভেঙেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কে(Turkey Earthquake) ভুগছেন দেশবাসী। স্থানীয়দের মতে, শেষবার এত বড়মাপের ভূমিকম্প হয়েছিল ১৯৯৯ সালে, যার মাত্রা ছিল ৭.৬। কিন্তু এদিনের ভূমিকম্প সেই মাত্রাকেও ছাপিয়ে গেছে বলেই খবর।
কম্পনের তীব্রতায় মালাটিয়া-দিয়ারবাকির শহরে একাধিক বাড়ি ভেঙে যায় বলেই খবর। এছাড়াও শতাধিক বাড়িতে ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভোর থেকেই উদ্ধারকাজে নেমেছে প্রশাসন(Turkey Govt.)।
আরও পড়ুন- Union Budget 2023: যৌথ প্রকল্পে কেন্দ্রের টাকা আসবে কাজ সম্পূর্ণ হলে, নতুন ভাবনা মোদী সরকারের
পাশাপাশি, লেবানন-সিরিয়াতেও ভূমিকম্প(Syria Earthquake) অনুভূত হয়েছে বলেই খবর। সিরিয়ার আলেপ্পো এবং হামার বিভিন্ন অংশেও একাধিক বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে।