রবিবার ভয়াবহ বিস্ফোরণে(Massive Explosion) কেঁপে উঠল উত্তর পাকিস্তানের(North Pakistan) শিয়ালকোট। পুলিশের প্রাথমিক অনুমান, এই জোরালো বিস্ফোরণটি পঞ্জাব প্রদেশের সেনা ক্যান্টনমেন্টের কাছে ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, শিয়ালকোটে(Sialkot) সেনাঘঁটিতে এই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ফলে সেনাঘাঁটির অস্ত্রাগারে আগুন(Fire) ধরে যায় বলেই ধারণা। প্রচণ্ড আওয়াজ এবং তার সঙ্গে আগুনের হলকা বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। পাক সেনার(Pak Rangers) দাবি, পিএল ১৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছিল। জে১০-সি যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ালকোটে(Sialkot) গিয়ে পড়ে।
আরও পড়ুন- Russia Ukraine War: যুদ্ধের মধ্যেই রাশিয়ার থেকে ৩০ লক্ষ ব্যারেল তেল কিনছে ভারত
সংবাদ সংস্থা এএনআই(ANI) জানিয়েছে, বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। তবে স্থানীয় সূত্রে দাবি, যেভাবে বিস্ফোরণ হয়েছে, তাতে বড় ক্ষয়ক্ষতির(Casualties) আশঙ্কা করা হচ্ছে।