শনিবার গভীর রাতে আগুন লেগেছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেনার ডিপোতে। ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি সেই আগুন। সোমবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯। আহত সাড়ে চারশোরও বেশি। বহু মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। সোমবার থেকে সেই সব দেহের ডিএনএ পরীক্ষা হবে বলে জানা গেছে।
বাংলাদেশের ফায়ার সার্ভিস জানাচ্ছে, জ্বলন্ত কন্টেনারগুলির পাশে একটি কন্টেনারে রাসায়নিক থাকতে পারে। যে কারণে তাঁরা সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। তাঁদের লক্ষ্য ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা। তবে আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগতে পারে, তা অবশ্য নিশ্চিত করে বলতে পারেনি বাংলাদেশের ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা।
আরও পড়ুন- Bangladesh Fire: চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্য়া বেড়ে ৩৫
ডিপোর ভেতরে কয়েকটি কন্টেনারে এখনও আগুন জ্বলছে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের উপর ফায়ার সার্ভিসের সদস্যরা জল ছেটালেও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পঞ্চাশটি কন্টেনার থেকে এখনও ধোঁয়া উঠছে। পুরো এলাকা আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।