গুরুতর অসুস্থ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ । জানা গিয়েছে, পাকিস্তানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে । অভিযোগ, অজ্ঞাত পরিচয় কোনও ব্যক্তি তাঁর ক্ষীরে বিষ মিশিয়ে দিয়েছে । পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাফিজ । প্রশাসনের কড়া নিরাপত্তায় তাঁর চিকিৎসা চলছে হাসপাতালে । যদিও হাফিজের অসুস্থতার সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
হাফিজের অসুস্থতা নিয়ে পাক সংবাদমাধ্যমের রিপোর্ট প্রকাশ্যে আসতেই তা ট্রেন্ড করতে শুরু করেছে । আর সেইসঙ্গে পোস্ট, কমেন্টের বন্যা বইছে । যদিও, এই বিষয়ে নেটপাড়া দু'ভাগে ভাগ হয়েছে । কেউ বলছেন, হাফিজের অসুস্থতার খবরে কোনও সত্যতা নেই । অনেকে বলছেন প্রধানমন্ত্রীর মন্তব্যকে মান্যতা দিতেই এমন খবর রটানো হচ্ছে । উল্লেখ্য, প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারতকে জঙ্গিমুক্ত করা হবে ।
সইদের আগে দাউদ ইব্রাহিমের অসুস্থার খবর সামনে এসেছিল । সেইসময়ও গুজব ছড়ায় খাদ্যে বিষক্রিয়ার জেরেই অসুস্থ দাউদ । কিন্তু পরে জানা যায়, এমন কিছুই ঘটেনি । উল্লেখ্য, মাইন্ড হাফিস সইদকে ২০০৮ সালে রাষ্ট্রপুঞ্জ ‘আন্তর্জাতিক জঙ্গি’ বলে ঘোষণা করে।