গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে একজনও স্ত্রীরোগ বিশেষজ্ঞ নেই। এক স্বাস্থ্যকর্মী অপটু হাতে সন্তানের ডেলিভারি করতে গিয়েই বিপত্তি। নবজাতকের দেহ থেকে মাথা ছিঁড়ে রয়ে গেল মায়ের পেটেই। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।
পরে ৩২ বছরের ওই হিন্দু মহিলাকে পাকিস্তানের জামশুরুর লিয়াকত ইউনিভার্সিটি অব মেডিক্যাল অ্যান্ড হেল্থ সায়েন্সেস (এলইউএমএইচএস) এর স্ত্রীরোগ বিভাগে নিয়ে যাওয়া হলে সার্জারির মাধ্যমে নবজাতকের মাথা বের করে আনা হয়।
আরও পড়ুন : Rashmirekha Ojha's death: ক্রমশ জট বাঁধছে রহস্য, রশ্মিরেখার হাতে কার নামের ট্যাটু?
জানা গিয়েছে, রবিবার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের ওই কর্মী মহিলার গর্ভ থেকে নবজাতককে বের করার সময় অসাবধানতাবশত মাথাটি ভিতরেই থেকে যায়। তখন তড়িঘড়ি মহিলাকে নিয়ে যাওয়া হয় মিঠির হাসপাতালে। কিন্তু সেখানেই চিকিৎসার কোনও ব্যবস্থা না থাকায় তাঁকে লিয়াকত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই নতুন করে অস্ত্রোপচার করে মায়ের গর্ভ থেকে মৃত সন্তানটির মাথা বের করা হয়। পাকিস্তানের সিন্ধ সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় অনেকেই মহিলার ছবি তুলে নানা গ্রুপে ফরোয়ার্ড করেন, সেই ঘটনারও তদন্ত করা হচ্ছে।