দু'দেশে যুদ্ধ চলছে। রাশিয়া ইতিমধ্যে একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেনে। তারই একটায় ভয়ানক জখম হয়েছে ৬ বছরের শিশুটি। মেয়েকে হাসপাতালে ভর্তি করে এক কোনায় দাঁড়িয়ে কেঁদেই চলেছেন মা। ডাক্তাররা ছুটোছুটি করছেন, ছ' বছরের দুধের শিশুটিকে বাঁচাতে চেষ্টায় এতটুকু ফাঁক ছিল না কারো। কৃত্রিম ভাবে শ্বাস দেওয়ারও চেষ্টা চলছিল অনবরত। কিন্তু শেষরক্ষা হল না। আঘাত এতটাই বেশি, চলে যেতে হল ফুলের মতো ফুটফুটে একটা ছ' বছরের মেয়েকে।
সেই ভিডিওতে চিকিৎসকদের দেখা গেল বলতে, এই ভিডিও পুতিন দেখুন। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মেয়েটির বাবাও বিস্ফোরণে আহত, তাঁকে আইসিইউ তে নিয়ে যাওয়া হয়েছে।