সকলেই বলেন স্বপ্ন দেখতে হয় এমন, যা আপাত ভাবে বাস্তবের থেকে অনেকটা দূরে, তাহলেই নাকি স্বপ্নের অনেকটা কাছাকাছি পৌঁছনো যায়। জাপানের টোকো সান একেই একেবারে বেদ বাক্য করে এগিয়েছিলেন। আজ তার স্বপ্ন সফল। ১২ লক্ষ টাকা খরচ করে টোকো আজ মানুষ থেকে কুকুর হয়েছেন।
হ্যাঁ এটাই ছিল টোকোর দীর্ঘ দিনের স্বপ্ন। বরাবর একটা মিষ্টি চতুষ্পদের মতোই দেখতে হতে চেয়েছিলেন। হয়েও গেলেন।
জাপানের এক পোশাক প্রস্তুতকারক সংস্থা জেপেট, টোকোকে তাঁর বহু কাঙ্খিত নতুন জীবন দিয়েছেন। কলি প্রজাতির কুকুরের জীবন। পোশাকটি তৈরি করতে সংস্থা সময় নিয়েছে ৪০ দিন।
এক সাক্ষাৎকারে টোকো জানিয়েছেন, লম্বা লোমের কলি-ই তাঁর সবচেয়ে প্রিয় ছিল। তিনি আরও জানিয়েছেন, একটু সাবধানে হাত পা নাড়াতে হচ্ছে, এই-ই যা! খুব বেশি নড়াচড়া করেন তবে তাঁকে কুকুরের মতো দেখতে লাগবে না।
কুকুরবেশী টোকোর ভিডিও এখন সারা পৃথিবীতেই রীতিমতো ভাইরাল।