মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মেটা CEO মার্ক জাকারবার্গ। সম্প্রতি তিনি জানিয়েছেন, কোভিড সংক্রান্ত বিভিন্ন পোস্ট বা কন্টেন্ট বন্ধ করতে বারবার তাঁকে চাপ দেওয়া হয়েছিল বাইডেন-হ্যারিস প্রশাসন। এমনকি তাদের চাপে মেটার প্ল্যাটফর্মগুলিতে বেশ কিছু পরিবর্তনও করা হয়েছিল বলেও দাবি তাঁর।
সম্প্রতি এই সংক্রান্ত একটি চিঠি লিখেছেন মার্ক জাকারবার্গ। সেখানে তিনি বাইডেন প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, হোয়াইট হাউসের তরফে তাঁর সংস্থার উপর বারবার চাপ সৃষ্টি করা হয়েছিল। কোভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন কন্টেন্ট সেন্সর করার কথা বলা হয়েছিল সেখানে। শুধু তাই নয়, বিভিন্ন বিষয় নিয়ে তাঁর দলের বিভিন্ন সদস্যদের উপরেও ক্ষোভ প্রকাশ করেছিল হোয়াইট হাউস।
সমগ্র ঘটনাটিতে অসন্তোষ প্রকাশ করেন মার্ক জাকারবার্গ। তিনি জানিয়েছেন, সরকারের তরফে যেভাবে তাঁদের উপর ছড়ি ঘোরানো হয়েছিল তা সম্পূর্ণ ভুল। তবে সেই বিষয়ে তৎকালীন সময়ে মুখ না খোলায় নিজেও অনুশোচনা করেন।
তৎকালীন সময়ে প্ল্যাটফর্মের কিছু পরিবর্তন করা হলেও কন্টেন্ট সেন্সর করা হয়নি বলে জানিয়েছেন জাকারবার্গ। তাঁর বক্তব্য, প্রবল চাপের মুখে পড়েও কন্টেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি।
পাশাপাশি মেটার CEO-র তরফে জানানো হয়েছে, যা পরিবর্তন আনা হয়েছে, তার পুরোটাই সংস্থার সব কর্মীদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।