Viral Video : কৃষ্ণাঙ্গ যুবককে রাস্তায় ফেলে পিছন থেকে গুলি মিশিগান পুলিশ অফিসারের, দেখুন ভিডিও

Updated : Apr 14, 2022 15:25
|
Editorji News Desk

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দুনিয়া । আবারও সেই স্মৃতি ফেরালো সম্প্রতি, আমেরিকার মিশিগানে (Michigan) ঘটে যাওয়া একটা ঘটনা । বৃষ্টির সকাল । রাস্তায় এক কৃষ্ণাঙ্গকে (Michigan Cop shot Black Man) ফেলে তাকে পিছন থেকে চেপে ধরে আছে মিশিগান পুলিশ অফিসার । ওই ব্যক্তি ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না । একসময় ওই পুলিশ অফিসার বন্দুক বের করে কৃষ্ণাঙ্গ যুবকের মাথায় গুলি চালিয়ে দেয় । মাটিতেই লুটিয়ে কৃষ্ণাঙ্গ যুবক । ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

২৬ বছরের কৃষ্ণাঙ্গ যুবক, প্রতীক লিওইয়া পেশায় গাড়ি চালক । সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন । গাড়িতে বেশ কয়েকজন যাত্রীও ছিলেন । ওই যাত্রীদের কয়েকজন গোটা ঘটনাটি রেকর্ড করেন ফোনের ক্যামেরায় । বুধবার প্রাক্তন উচ্চ পদস্থ শিকাগো পুলিশ কমান্ডার এরিক উইনস্ট্রম ঘটনার ভিডিও প্রকাশ্যে আনেন । সেইসঙ্গে গোটা ঘটনার নিন্দা করেছেন তিনি ।

উইনস্ট্রম জানান, এর থেকে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে ! এই দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক । জানা গিয়েছে, ভুয়ো লাইন্সেস নিয়ে গাড়ি চালাচ্ছিল ওই কৃষ্ণাঙ্গ যুবক । এর জন্য পুলিশ তাকে রাস্তায় আটকায় । ভিডিওতে দেখা যাচ্ছে, এই নিয়ে তাদের মধ্যে বচসা হয় বেশ কিছুক্ষণ । এরপরই লিওইয়া সেখান থেকে পালিয়ে যায় । পিছনে ধাওয়া করে পুলিশ । তারপরই ঘটে যায় ওই ঘটনা ।

আরও পড়ুন, NASA share Mars Pic : মঙ্গলের মাটিতে ভিন গ্রহের বাসিন্দার পায়ের ছাপ ! লাল গ্রহের ছবি শেয়ার NASA-র
 

উইনস্ট্রম লিওইয়ার বাড়ির লোকের সঙ্গে দেখা করেছেন । লিওইয়ার ময়নাতদন্ত হয়ে গিয়েছে । কিন্তু, টক্সিকোলজির রিপোর্ট এখনও আসেনি । পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে না ।

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড় উঠেছে । নেটিজেনদের দাবি, ওই পুলিশ অফিসারকে কড়া শাস্তি দিতে হবে । 

আমেরিকার মোট জনসংখ্যার ১৮ শতাংশ কৃষ্ণাঙ্গ । সাম্প্রতিককালে, আমেরিকার বেশ কিছু শহরে পুলিশি জুলুমের অভিযোগ উঠছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এগুলি কৃষ্ণাঙ্গদের উপর । প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে মিশিগান সুপ্রিম কোর্টে একটা মামলা উঠেছিল, যেখানে বলা হয়েছিল কোনওরকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তিদেরও ছবি ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছিল ।

Black ManMichigan

Recommended For You

editorji | বিদেশ

Bangladesh : কলকাতা কি দখল সম্ভব? সামরিক শক্তিতে কতটা এগিয়ে বাংলাদেশ

editorji | বিদেশ

Syria Crisis: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, ৭৫ ভারতীয়কে দেশে ফেরাল ভারত

editorji | বিদেশ

Bangladesh News : ভারতের চাপে নতিস্বীকার, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ঢাকায় গ্রেফতার ৭০

editorji | বিদেশ

Bangladesh News : চলবে না হাসিনাকে সমর্থন, দিল্লিকে শর্ত দিয়ে বন্ধুত্ব বাংলাদেশের

editorji | বিদেশ

Bangladesh Crisis : বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, ঢাকার বৈঠকে দাবি ভারতের, BNP নেতাকে জবাব মমতার