আর কোনও বাধা নেই। মাইক্রোসফটের (Microsoft) কর্মীদের জন্য সুখবর। এই টেক সংস্থার কর্মীরা এবার থেকে নিতে পারবেন মন পসন্দ যত খুশি ছুটি। তবে সবাই নয় কেবলমাত্র একটি মাত্র দেশের ক্ষেত্রেই এই নীতি প্রযোজ্য। ‘ডিসক্রেশনারি টাইম অফ’ (Discretionary Time Off) নীতির আওতায় একেবলমাত্র আমেরিকার কর্মীরা নিতে পারবেন যত খুশি ছুটি। আগামী ১৬ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম।
Guinness World Record: মাত্র ৩ দিনে ৭টি মহাদেশ, অসাধ্যসাধন করে গিনেস বুকে নাম তুললেন দুই ভারতীয়
পলিসি অনুযায়ী নেওয়া যাবে ১০ টি কর্পোরেট ছুটি, অসুস্থতার ছুটি বাদেও থাকবে অফুরন্ত ছুটি নেওয়ার সুযোগ। আর ছুটি জমালে সেই টাকা পাওয়া যাবে এপ্রিল মাসে। এই সুযোগ কেবল মাইক্রোসফটের কর্মীদের জন্যই প্রযোজ্য। যারা চুক্তিভিত্তিক কাজ করেন তারা এই ছুটির সুযোগ পাবেন না।