পৃথিবী যে ছায়াপথের অংশ, সেই আকাশগঙ্গা ছায়াপথেই এবার পাওয়া গেল অতিকায় ব্ল্যাক হোল! পৃথিবী থেকে ২ হাজার আলোকবর্ষেরও কম দূরত্বে অবস্থিত এই কৃষ্ণগহ্বরটি৷ এর ভর সূর্যের ৩৩ গুণ। এই প্রথম আকাশগঙ্গা ছায়াপথে এত বড় ব্ল্যাক হোলের খোঁজ পাওয়া গেল। নাম দেওয়া হয়েছে Gaia BH3। 'অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স' জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাটি।
IPL-KKR: নারিনের শতরানও কেন জেতাতে পারল না কলকাতাকে? জেনে নিন গুরুত্বপূর্ণ কারণগুলি
এবার কৃষ্ণগহ্বরের খোঁজ পাওয়া গেল আকাশগঙ্গাতেই। ইওরোপীয় মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা মনে করছেন, বড় বড় নক্ষত্রের জন্ম তথ্য নিয়ে আলো দেখাবে এই আবিষ্কার।
অ্যাকুইলা নামের নক্ষত্রপুঞ্জে বিজ্ঞানীরা একটি অতিকায় তারা খুঁজে পেয়েছিলেন৷ কিন্তু তার চলন ছিল অস্বাভাবিক। তার কারণ খুঁজতে গিয়েই দেখা যায়, সেটি একটি অদৃশ্য ব্ল্যাক হোলের সঙ্গে একই কক্ষপথে আবদ্ধ। এই নিয়ে এমন তিনটি কৃষ্ণগহ্বরের খোঁজ পাওয়া গেল।