টাইটানিকের দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে ডুবোজাহাজ। এবার ডেবরিস ফিল্ড খুঁজে পাওয়া গেল। বৃহস্পতিবার এমনই জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড। ওই ডুবোজাহাজে ৫ জন ছিল বলে জানা গিয়েছে।
শেষ খবর পাওয়া অনুযায়ী জানা গিয়েছিল, ওই ডুবোজাহাজে ৯৬ ঘণ্টার অক্সিজেন মজুত আছে। ১০টি জাহাজ ও বেশ কিছু সাবমেরিন নিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু ২১ ফুটের ওই সাবমেরিনের কোনও সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুন: নিখোঁজ সাবমেরিনে ফুরিয়ে আসছে অক্সিজেন, আটলান্টিক তোলপাড় করে চলছে খোঁজ
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রবিবার নিখোঁজ হয় এই ডুবোজাহাজটি। এরপর থেকেই এই ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় হয়।