টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হওয়া ডুবোজাহাজে আর মাত্র কয়েক ঘণ্টা চলার মতো অক্সিজেন অবশিষ্ট রয়েছে। নতুন উদ্যমে আরও বেশি সংখ্যক জলযান নিয়ে শুরু হয়েছে উদ্ধারকাজ। কিন্তু পরিস্থিতি ক্রমশই কঠিন ও জটিল হয়ে উঠছে।
১০টি জাহাজ এবং বেশ কিছু সাবমেরিন নিয়ে চলছে নিখোঁজ ডুবোজাহাজের খোঁজ। উত্তর আটলান্টিক মহাসাগরে বেপাত্তা হয়ে যাওয়া ২১ ফুটের মিনি সাবমেরিন খুঁজে বের করতে মরিয়া উদ্ধারকারীরা। শতাধিক বছর আগে তলিয়ে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে ট্যুরিস্টদের নিয়ে এসেছিল ওই সাবমেরিন৷ তারপর থেকেই তার খোঁজ মিলছে না।
জলের নিচ শব্দ শুনতে পেয়েছিলেন উদ্ধারকারীরা। সেই শব্দের উৎস খুঁজছেন তাঁরা। আপাতত উদ্ধার কাজের কী পরিণতি হয় তার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে গোটা বিশ্ব।