বাংলাদেশের আওয়ামি লিগের সাংসদ খুনের পিছনে কী কোনও রহস্যময়ী ? ঝিনাইদহের সাংসদ খুনে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মডের শিলাস্তি রহমান নামের এক মহিলাকে। কলকাতায় আজিম আনার খুনের পিছনে এই মহিলার হাত রয়েছে বলে প্রাথমিক ভাবে দাবি করেছে ঢাকা পুলিশ। পুলিশের দাবি, এই শিলাস্তিকে হ্যানিট্রাপ হিসাবে ব্যবহার করা হয়েছিল। এই অবস্থায় এই খুনের ঘটনায় ধৃত জিহাদ হাওলাদারকে আপাতত সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তে প্রাথমিক অনুমান, পাঁচ কোটি টাকা সুপারি হিসাবে দেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ঢাকা বাসিন্দা শিলাস্তি মডেল হতে চেয়েছিলেন। কারণ, তাঁকে ঢাকার বেশ কিছু পার্টিতে দেখা গিয়েছিল। এমনকী বাংলাদেশি সিনেমাতেও অভিনয়ের চেষ্টা করেছিলেন এই মহিলা। ঢাকা পুলিশের প্রাথমিক অনুমান, আখারউজামান নামের এক ব্যক্তির পাল্লায় পরেই অন্ধকার জগতে পা রেখেছিলেন শিলাস্তি। এই ঘটনায় তাঁর বন্ধু শাহিন নামের এক ব্যক্তিকেও খুঁজতে পুলিশ।
কলকাতায় বাংলাদেশি সাংসদ খুনের ঘটনায় শিলাস্তি এবং শাহিনকে অনেক আগে থেকেই সন্দেহ করেছিল কলকাতার পুলিশ। ভবনীভবন সূত্রে দাবি করা হয়েছিল, ঘটনার দিন কলকাতার সদর স্ট্রিটের একটি হোটেলে তাঁরা গা ঢাকা দিয়েছিল। কলকাতা থেকে তাঁরা নেপালের দিকে চলে যায়।
যদিও ঢাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাকিদের সঙ্গে নিউটাউনে থাকতে পারেন শিলাস্তি। আমানুল্লাহ নামের এক ব্যক্তির সঙ্গেই কলকাতা হয়েছিল ঢাকা ফিরছিলেন এই মহিলা। এই ঘটনায় তাঁকে আরও জেরা করছে বাংলাদেশ পুলিশ।