বিশ্ব জুড়ে ক্রমেই ছড়িয়ে পড়ছে মাঙ্কি ভাইরাস (Monkey Virus)। ৭ মে ইংল্যান্ডে প্রথম ধরা পড়ার পর থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে ইতিমধ্যে এই ভারাস ছড়িয়ে গিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) বলেছে, আগামীতে পরিস্থিতি বড় আকার নিতে পারে।
মাঙ্কি ভাইরাস ইতিমধ্যে ইংল্যান্ড, পর্তুগাল সহ ইউরোপের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। আমেরিকাতেও এই ভাইরাসে সংক্রমিতদের সন্ধান মিলেছে। এই পরিস্থিতি আগামী দিনে পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ‘হু’ (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ‘ইউরোপিয়ান সেন্টার অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’- এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখনও পর্যন্ত বিভিন্ন দেশের থেকে সরকারি সূত্রে জানা গিয়েছে যে, এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২১৯। কিন্তু আদৌ এই সংখ্যা কতটা ঠিক, আক্রান্তের সংখ্যা এর থেকেও অনেক বেশি কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Monkey Virus alert:মাঙ্কি ভাইরাস নিয়ে সতর্কতা ছিল আগেই, গুরুত্ব দেয়নি কেউ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী ও অতিমারি প্রতিরোধ এবং প্রস্তুতি বিভাগের প্রধান সিলভি ব্রায়ান্ড এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘আমরা এখনও জানি না যে, এটি হিমশৈলের চূড়া কি না।’’ অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, এখনও পর্যন্ত মাঙ্কি ভাইরাসে আক্রান্ত যত জনের খোঁজ মিলেছে, বাস্তবে সেই সংখ্যাটা অনেক বেশি কি না। তাঁর আরও বক্তব্য, ‘‘আমরা এখনও বিষয়টির একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছি। ভবিষ্যতে রোগাক্রান্তের সংখ্যা বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’