এ যেন একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। বিশ্বের বিভিন্ন দেশে যখন কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী তখন নতুন করে আতঙ্ক ছড়াল মাঙ্কি ভাইরাস (Monkey virus)। ব্রিটেনে (Britain) ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত জন। এনিয়ে সতর্কতা জারি করেছে সেই দেশের স্বাস্থ্য মন্ত্রক।
লন্ডনে (London) ৭ মে নাইজেরিয়া (Nigeria) থেকে আসা এক ব্যক্তির দেহে প্রথম মাংকি ভাইরাসের খোঁজ মেলে। চিকিৎসকদের অনুমান ওই ব্যক্তি নাইজেরিয়াতে কোনও ভাবে ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন। ১৭ মে-র মধ্যে ব্রিটেনের আরও ছয় ব্যক্তির দেহে এই ভাইরাসের খোঁজ মিলেছে। এর পরেই ব্রিটেন জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। উল্লেখ্য, আক্রান্তদের মধ্যে চার জনই সমকামী পুরুষ। তাই চিকিৎসকরা সমকামী পুরুষদের বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
জেনে নিন মাঙ্কি ভাইরাস সম্পর্কে বিশেষজ্ঞরা কী বলছেন:
মাঙ্কি ভাইরাস এক বিরল প্রজাতির ভাইরাস। এই ভাইরাসে কেউ আক্রান্ত হলে তাঁকে সারিয়ে তোলার জন্য নির্দিষ্ট কোনও চিকিৎসা ব্যবস্থা আজও বিশেষজ্ঞদের জানা নেই। সাধারণত পশ্চিম ও মধ্য আফ্রিকার কিছু দেশে এই ভাইরাসের হদিশ মেলে।
এই ভাইরাসে আক্রান্তদের উপসর্গগুলি হল জ্বর, মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, হাত-পা কাঁপা ও ক্লান্তি। আক্রান্তদের শরীরের লসিকা গ্রন্থিগুলি ফুলে ওঠে। প্রথমে মুখে ক্ষতচিহ্ন দেখা যায়, যা পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে।
কী ভাবে ছড়ায় সংক্রমণ ?
ইঁদুর সহ বিভিন্ন বন্যপ্রাণীর মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এছাড়া, আক্রান্ত ব্যক্তির কাছে থাকলে বা তাঁর পোশাক পরলে সুস্থ ব্যক্তি সংক্রমিত হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ক্ষত স্থান, নাক, মুখ বা চোখের মাধ্যমে এই ভাইরাস শরীরে ঢুকতে পারে।