প্রবল তুষারঝড়ের জেরে বুধবার রাত থেকে ১৩০০-র বেশি বিমানের যাত্রা বাতিল করল মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক বিমান সংস্থা। এর মধ্যে শুধু ডেল্টা এয়ারলাইন্স এবং সাউথওয়েস্ট এয়ারলাইন্স কোম্পানি নামে দুটি বিমান সংস্থাই বাতিল করেছে ১০৩৫টি উড়ান। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা-সহ উত্তরাঞ্চলের নানা প্রান্তে প্রবল তুষারঝড় বইতে শুরু করেছে। তার ফলেই মোট ১,৩২৭টি বিমান বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, মোট ২০৩০টি বিমানের চলাচলে বিলম্ব হয়েছে বলেও জানা গিয়েছে।
শুধু শীত নয়, রাস্তা ঢেকেছে ২ ইঞ্চি পুরু বরফেও। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ মিলিয়ন মানুষকে বিপর্যয়ের সতর্কতা জারি করা হয়েছিল আবহাওয়া দফতরের তরফে। আগেই জানানো হয়েছিল, পশ্চিম ও উত্তর আমেরিকা থেকে পূর্ব আমেরিকার দিকে প্রায় ৯৭ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।