ভয়াবহ ঠান্ডা। গত ১৫ বছরের মধ্যে শীতলতম জানুয়ারি। তাপমাত্রা নেমে গিয়েছে -৩৪ ডিগ্রি সেলসিয়াসে! আর তার প্রভাবেই চলতি মাসে আফগানিস্তানে ১৬০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। আফগানিস্তানের (Afghanistan winter) বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের মুখপাত্র সইফুল্লা রহিমি বলেন, প্রবল শৈত্যপ্রবাহের কারণে গত ১০ জানুয়ারি থেকে ১৬২ জনের (Afghanistan winter casualties) মৃত্যু হয়েছে। তার মধ্যে গত সপ্তাহেই মৃত্যু হয়েছে মোট ৮৪ জনের।
আরও পড়ুন: ফের ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলা, মৃত ২ ছাত্র সহ ৯ জন, গ্রেফতার বেশ কয়েকজন
আবহাওয়া দফতরের প্রধান মহম্মদ নাসিম মুরাদি জানান, এই শৈত্যপ্রবাহ (Afghanistan coldest winter) আরও এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে চলতে পারে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি ও ভিডিয়োতে আফগানিস্তানের মধ্য ও উত্তর অংশের ভারী তুষারপাতের ছবি দেখে চমকে উঠছেন নেটিজেনরা। অনেক রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে।