ঈদ উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে চলছিল ত্রাণ বিলি। আর সেই অনুষ্ঠানেই হুড়োহুড়ি করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৮০ জনের। বুধবার রাতের এই ঘটনায় আহত আরও অনেকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঈদ উল-ফিতরের আগে সাধারণ মানুষের মধ্যে টাকা বিলি করা হচ্ছিল। আর তা সংগ্রহ করতে গিয়েই আচমকা হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি শুরু হয়। সেইসময়ই ঘটে এই বিপর্যয়।
জানা গিয়েছে, ইয়েমেনের রাজধানী সানার এক স্কুলে ব্যবসায়ীরা ঈদ উপলক্ষে গরিব মানুষদের মধ্যে টাকা বিলির এক অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে গোটা দেশ থেকে প্রায় শতাধিক মানুষের জমায়েত হয়। টাকা বিলি শুরু হতেই ধাক্কাধাক্কি-হুড়োহুড়ি লেগে যায়। সেই ধাক্কাধাক্কির মধ্যে পড়ে প্রাণ হারান কমপক্ষে ৮০ জন। মৃতদের মধ্যে বহু বৃদ্ধ-শিশু-মহিলা রয়েছেন বলেও খবর।
আরও পড়ুন- Kolkata Municipality Mask Rule বাড়ছে করোনার কোপ, মাস্ক বাধ্যতামূলক করল কলকাতা পুরনিগম