ভয়াবহ ভূমিকম্পের ফলে কার্যত মৃত্যুপুরী হয়ে উঠেছে আফ্রিকার মরক্কো (Morocco earthquake)। রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের (Death toll in Morocco earthquake) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩২ জন। আহত ৩২৯ জন। এই সংখ্যাটি আরও বাড়বে বলে আশঙ্কা মরক্কো সরকারের। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮ মাত্রা। শুধু তাই নয়, বিধ্বংসী এই কম্পনের জেরে ধুলিসাৎ হয়ে গিয়েছে UNESCO হেরিটেজ হিসেবে চিহ্নিত, ঐতিহাসিক মারাকেশ (Morocco earthquake) শহরকে ঘিরে থাকা লাল দেওয়াল। ভূমিকম্পের ফলে ঘরছাড়া অসংখ্য মানুষ।
আরও পড়ুন: মরোক্কোয় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্য়া কমপক্ষে ৩০০
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের খবর অনুযায়ী, মারাকেশ শহর থেকে ৪৪ মাইল দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।
শুক্রবার রাত ১১টা ১১ নাগাদ ওই ভূমিকম্পে মূলত ক্ষতিগ্রস্থ হয়েছে মারাকেশ, ওয়ারজাজাটা, আজিলাল, টারোউডান্ট শহর। ভেঙে পড়েছে প্রচুর বিল্ডিং।