পড়শি দেশ আফগানিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা। সে দেশের মাটিতে যাত্রী-সহ ভেঙে পড়ল একটি ভারতীয় বিমান। আফগানিস্তানের উত্তরে, বদখশান প্রদেশের পাহাড়ি এলাকায় ওই বিমানটি ভেঙে পড়ে।
জানা গিয়েছে, রাশিয়ার মস্কোর উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। বিমানে ঠিক কত জন যাত্রী ছিলেন কিংবা কেউ মারা গিয়েছেন কি না সেই পরিসংখ্যান এখনও জানা যায়নি।
আরও পড়ুন - ভারতীয় বিমানে নিষেধাজ্ঞা, মলদ্বীপে ১৪ বছরের কিশোরের মৃত্যু
আফগানিস্তানে তালিবান সরকার, দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। তোপখানে পর্বত সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে তালিবান সরকার।